Connecting You with the Truth

ফিরে গেলেন সঞ্জয়

বিনোদন ডেস্ক:05-sanjay
বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপনের জন্য প্যারোলে আবেদন করে দুই সপ্তাহের জন্য ছাড়া পেয়েছিলেন সঞ্জয়। ২৪ ডিসেম্বর থেকে শুরু হয় তার ছুটি। অবশ্য প্যারোলের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানোর আবেদন করেছিলেন তিনি। তবে তা এখনও মঞ্জুর হয়নি। ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় বেআইনি অস্ত্র রাখার দায়ে পাঁচ বছরের সাজা ভোগ করছেন ৫৫ বছর বয়সী এই অভিনেতা। জেলে যাওয়ার পর একাধিকবার সঞ্জয়ের ছুটি মঞ্জুর হয়েছে। শারীরিক কারণে ২০১৩ সালের অক্টোবরে ২৮ দিন এবং ওই বছরেই ডিসেম্বরে স্ত্রী মান্যতার অসুস্থতার কারণে ২৮ দিনের ছুটি মঞ্জুর হয়েছিল তার। ওই সময় মান্যতাকে একটি ছবির প্রিমিয়ার ও পার্টিতে দেখা যাওয়ায় সঞ্জয়ের ছুটি নিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছিলো।

Comments
Loading...