Connecting You with the Truth

ফিরোজা বেগমকে মরণোত্তর সম্মাননা দেবে পশ্চিমবঙ্গ সরকার

Feroza-begum-640
রঙ্গমঞ্চ ডেস্ক:
সদ্যপ্রয়াত শিল্পী ফিরোজা বেগমকে মরণোত্তর সম্মাননা দেবে পশ্চিমবঙ্গ সরকার। সোমবার কলকাতার পত্রিকা আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আবিদা ইসলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে মমতা তাকে এ কথা জানান। প্রতিবেদনে বলা হয়, সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আবিদা ইসলাম। এসময় মুখ্যমন্ত্রীকে ঢাকা সফরের জন্য আমন্ত্রণ জানান তিনি। মমতার হাতে তুলে দেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্রও। নবান্ন সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, হাসিনা সরকারের আমন্ত্রণ পেয়ে মুখ্যমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। আবিদাকে মমতা জানিয়েছেন, সরকারের নানা কাজের চাপে তিনি এখন ব্যস্ত রয়েছেন। তবে সময় করতে পারলে নিশ্চয়ই বাংলাদেশ আসবেন। চলতি মাসেই ডেপুটি হাইকমিশনারের পদ থেকে বিদায় নিচ্ছেন আবিদা। কলকাতা ছাড়ার আগে একবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল তার। সেই অনুযায়ী মমতার সঙ্গে সৌজন্য সাক্ষাতের ইচ্ছে প্রকাশ করে গত বুধবার ডেপুটি হাইকমিশনারের অফিস থেকে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছিল। পরের দিনই তাদের জানিয়ে দেয়া হয়, মুখ্যমন্ত্রী তার সঙ্গে দেখা করবেন সোমবার বিকেল চারটায়। প্রতিবেদনে বলা হয়, সাক্ষাতের সম্মতি পেয়ে ওইদিন বিকেলেই নবান্নে পৌঁছে যান আবিদা। প্রায় পৌনে এক ঘণ্টা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয় তার। ফেরার সময় সাংবাদিকেরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও আবিদা দাঁড়াননি। তবে কূটনৈতিক সূত্র জানায়, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে মমতা ও আবিদার মধ্যে আলোচনা হয়েছে। আবিদাকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকার সদ্যপ্রয়াত নজরুল সঙ্গীতশিল্পী ফিরোজা বেগমকে মরণোত্তর সম্মান দিতে চায়। কীভাবে সেটা দেয়া সম্ভব, সেই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে কেউ যেতে পারেন কি না, এসব বিষয় নিয়েও দু’জনের মধ্যে কিছুক্ষণ আলোচনা হয়। এসময় বিদায়ী ডেপুটি হাইকমিশনারকে মুখ্যমন্ত্রী একটি শাড়ি ও উত্তরীয়েউপহার দেন। প্রতিবেদনে আরো বলা হয়, তৃণমূল সাংসদ আহমেদ হাসান ইমরানের সঙ্গে কট্টর মৌলবাদী জামায়াতে ইসলামির যোগসাজশের যে অভিযোগ উঠেছে, তার তদন্ত করছে হাসিনা সরকার। ইমরানের মাধ্যমে বেসরকারি অর্থলগ্নি সংস্থা সারদার কোটি কোটি টাকা জামায়াতের হাতে গেছে বলে অভিযোগ। কূটনৈতিক সূত্রের খবর, মমতা-আবিদা বৈঠকে এ বিষয়ে কোনো কথাই হয়নি। বাংলাদেশের এক কূটনীতিক জানান, সৌজন্য সাক্ষাৎকারে এ ধরনের কোনো বিতর্কিত বিষয়ে কথা হয় না। মুখ্যমন্ত্রীও এ প্রসঙ্গ তোলেননি। উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর কিংবদন্তি নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম মৃত্যুবরণ করেন।

Comments
Loading...