Connecting You with the Truth

ফিলিপাইনের নেতার সাথে নির্ধারিত বৈঠক বাতিল ওবামার

o-rআন্তর্জাকি ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফিলিপিনো নেতা রদ্রিগো দুতার্তের সঙ্গে তার পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছেন। সোমবার হোয়াইট হাউজ এ কথা জানিয়েছে। ওবামার বিরুদ্ধে তীব্র আক্রমণাত্মক কথাবার্তা বলায় ওবামা বৈঠকটি বাতিল করেন।
দুতার্তে ওবামাকে ‘বেশ্যার সন্তান’ উল্লেখ করে তাকে মানবাধিকার বিষয়ে বক্তব্য দিতে দেবেন না বলে অঙ্গীকার করেন। জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র নিড প্রাইস বলেন, প্রেসিডেন্ট ওবামা ফিলিপিনো নেতা দুতার্তের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন না। পরিবর্তে ওবামা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের সঙ্গে বৈঠক করবেন।
লাওসে মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা (অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস) আয়োজিত সমাবেশে ওবামা ও দুতার্তের বৈঠকের কথা ছিল। কিন্তু রাজধানী ভিয়েনতিয়েনের উদ্দেশ্যে ওবামার যাত্রার কয়েকঘন্টা আগে দুতার্তে আক্রমণাত্মক এসব কথা বলেন।
ফিলিপাইনের মানবাধিকার লংঘন নিয়ে ওবামার উদ্বেগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুতার্তে তাকে ‘বেশ্যার সন্তান’ বলে মন্তব্য করেন। একইসঙ্গে তিনি ওবামাকে ফোরামে অভিশাপ দেবেন বলেও উল্লেখ করেন।

Comments
Loading...