Connecting You with the Truth

ফিলিপাইনের মার্কেটে বিস্ফোরণ, নিহত ১০

filipineআন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের একটি নাইট মার্কেটে শুক্রবার রাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে অন্তত ১০ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৬০ জন। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদরিগো দুর্দাতে’র একজন মুখপাত্র এ বিস্ফোরণ ও হতাহতের খবর নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
শুক্রবার রাত ১১টার দিকে দাভাও সিটির ওই মার্কেটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা করেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদরিগো দুর্দাতে।
এ ঘটনায় সতর্কতা হিসেবে সবাইকে ঘরে অবস্থান করতে অনুরোধ জানিয়েছেন দাভাও-এর সিটি মেয়র পাওলো। এছাড়া ঘটনাস্থল সংলগ্ন সব পানাশালা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।
ঘটনার একজন প্রত্যক্ষদর্শী সিএনএন ফিলিপিন্সকে জানান, বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছেন। তিনি নিজেই ৩০ জনেরও বেশি ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে উঠাতে দেখেছেন। সূত্র: সিএনএন।

Comments
Loading...