ফিলিপাইনে ফেরি ডুবে অন্তত ৭০ জন নিখোঁজ
ফিলিপাইনে বিরূপ আবহাওয়ার কারণে ফেরি ডুবে অন্তত ৭০ জন নিখোঁজ রয়েছেন। শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে বলে সরকারের বেসামরিক প্রতিরক্ষা দফতর জানিয়েছে।
জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা পরিষদের মুখপাত্র মিনা মারাসিগান বলেছেন, মাহারলিকা ২ নামে ওই ফেরিটি ৮৪ জন যাত্রী বহন করছিল। ফেরিটি লেআটের সেন্ট্রাল আইল্যান্ডে যাচ্ছিল। এ ঘটনায় ১৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
মিনা এএফপিকে বলেছেন, ঢেউগুলো বিশাল হওয়ার কারণে উদ্ধারকারী নৌকাগুলো সেখানে যেতে পারছে না।
তিনি জানিয়েছেন, কোস্টগার্ড ও ব্যক্তিগত জাহাজ এখন পর্যন্ত সেখানে আছে। আগামী কয়েক ঘণ্টায় আরো মানুষকে উদ্ধার করা যাবে বলে তারা আশা করছে।
মিনা জানিয়েছেন, ফেরিটির স্টিংয়ারিংয়ে সমস্যা হচ্ছিল। এছাড়া ভারি বর্ষণ ও ফিলিপাইনের উত্তরাঞ্চলের দিকে এগিয়ে আসা টাইফুন কালমায়েগির খারাপ প্রভাবের সম্মুখীন হয়েছিল।