ফিলিস্তিনি ভূখন্ডে আরো বসতি স্থাপন করবে ইসরাইল
ইসরাইল সরকার অধিকৃত পশ্চিম তীরে আরো ৪৩০টি নতুন বাড়ি স্থাপনের অনুমোদন দিয়েছে। অধিকৃত পূর্ব আল কুদস বা জেরুজালেম এলাকায় এ বসতি কার্যক্রম পর্যবেক্ষণকারী ‘টেরেস্ট্রিয়াল জেরুজালেম গ্রুপ’ নামে একটি বেসরকারি সংস্থার প্রধান ড্যানিয়েল সিদেমন শুক্রবার এই ঘোষণা দেন। বর্তমানে পশ্চিম তীরে আগে থেকে স্থাপিত চারটি অবৈধ বসতিতে এসব বাড়ি নির্মাণ করা হবে। এই অবৈধ বসতি স্থাপনের পরিকল্পনাকে ইসরাইলের আসন্ন নির্বাচনের সঙ্গে সম্পর্কিত বলে মন্তব্য করেছেন সিদেমন। তিনি বলেন,অবৈধ বসতিগুলোতে বসবাসরতদের ভোট পাবার আশায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এই বাড়িগুলো নির্মাণ করতে যাচ্ছে। ইহুদিবাদী ইসরাইল পশ্চিম তীর এবং পূর্ব আল কুদস দখল করে নেয়ার পর সেখানে অবৈধভাবে নির্মাণ করে অন্তত ১২০টি বসতি। এসব বসতিতে পাঁচ লাখেরও বেশি ইসরাইলি বসবাস করছে। ১৯৬৭ সালে দখল করে নেয়া ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইলের বসতি স্থাপনাকে অবৈধ বলে আখ্যায়িত করেছে জাতিসংঘ এবং বিশ্বের বেশিরভাগ দেশ। এছাড়া জেনেভা কনভেনশনেও বসতি স্থাপনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইহুদিবাদী ইসরাইল সরকারের বসতি স্থাপনের ঘোষণার কঠোর নিন্দা জানিয়ে ফিলিস্তিন লিবারেশন অরগেনাইজেশন বা পিলও’র কর্মকর্তা ওয়াসিল আবু ইউসেফ বলেছেন,বসতি সম্প্রসারণের ঘোষণা ফিলিস্তিনি জনগণের সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধ ঘোষণার শামিল। ইসরাইলের অবৈধ বসতি স্থাপনের ঘোষণাকে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে তোলা হবে বলেও তিনি হুমকি দিয়েছেন।