Connecting You with the Truth

ফুলবাড়ীতে ১৪টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকদের মানবেতর জীবনযাপন

ফুলবাড়ী প্রতিনিধি, কুড়িগ্রাম:
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ পাঠদান ও ভাল ফলাফল করেও দীর্ঘ এক যুগেরও বেশি সময় এমপিওভুক্তি না হওয়ায় এসব শিক্ষা প্রতিষ্ঠানের ২ শতাধিক শিক্ষক-কর্মচারী পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এ উপজেলার ২টি কলেজ, ৯টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি মাদ্রাসা সরকারি স্বীকৃতিসহ সব শর্ত পূরণ করলেও আজ পর্যন্ত এমপিওভুক্তি হতে পারেনি। এমপিওভুক্তি না হওয়ায় অনেকে জীবিকা নির্বাহের তাগিদে অন্য পেশায় যোগ দিয়েছেন। যারা কর্মরত আছেন তারা সরকার প্রদত্ত বেতন ভাতা না পেলেও এমপিওভুক্তির আশায় এখনও পাঠদান করে যাচ্ছেন। এমপিওভুক্তি না হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- বড়ভিটা মহা বিদ্যালয়, সাইফুর রহমান মহা বিদ্যালয়, চরবড়লই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ভোগডাঙ্গা দাখিল মাদরাসা, চরমেখলি নিম্ন মধ্যমিক বিদ্যালয়, নওদাবশ আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, রামরামসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, উত্তর ভাঙ্গামোড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ধর্মপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মধ্য কাশিপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বিদ্যাবাগিশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মিঞা পাড়া আদর্শ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কুঠিবাড়ী ইসলামিয়া দাখিল মাদরাসা ও গংগারহাট বালিকা দাখিল মাদরাসা। এসব শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে অনুমোদন পেয়ে ছাত্র-ছাত্রীদের পাঠদান করে আসছে। প্রতিষ্ঠানগুলো ভাল ফলাফল করলেও এমপিও নামক সোনার হরিণের দেখা পায়নি। উপজেলার নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিনেও এমপিওভুক্তি না হওয়ায় শিক্ষক কর্মচারীরা সবাই হতাশ হয়ে পড়েছেন। উপজেলা সকল মানুষের প্রাণের দাবি প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার। এমতবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন ফুলবাড়ীর শিক্ষক-অভিভাবক মহলসহ উপজেলাবাসী।

Comments
Loading...