ফুলবাড়ীতে ৫ পা বিশিষ্ট বাছুর
ফুলবাড়ী প্রতিনিধি, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়িতে ৫ পা বিশিষ্ট এক গরুর বাছুরের জন্ম হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিচিত্র এ ঘটনার স্বাক্ষী হতে স্থানীয় উৎসুক জনতা সেই বাছুরকে দেখতে ভিড় জমাচ্ছেন। বিচিত্র এ ঘটনাটি ঘটেছে ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগীসের ঠোস গ্রামের ভিডিপি সদস্য ইসলাম মিয়ার বাড়িতে। ইসলাম মিয়া জানান, চলতি মাসের ৯ তারিখ মঙ্গলবার সকালে তাদের গৃহপালিত একটি গাভির গর্ভ থেকে বাছুরটি স্বাভাবিকভাবে জন্ম নেয়। কিন্তু জন্মের পর দেখা যায় বাছুরটির ৩ পা স্বাভাবিক থাকলেও পিছনের একটি পায়ের পরিবর্তে ছোট ছোট দুটি পা।