ফেনীতে শিবির নেতাকে পুলিশে সোপর্দ
ফেনী প্রতিনিধি:
ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের কামরুল ইসলাম (২৩) নামে এক শিবির নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ছাত্রলীগ নেতারা। শনিবার দিনগত রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। কামরুল ওই ইউনিয়নের আফতাব বিবির হাট ফাজিল মাদ্রাসা শাখা শিবিরের সভাপতি বলে জানা গেছে। তিনি মরুয়ার চর এলাকার রুহুল আমিনের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে কামরুল ইসলামকে ডেকে নিয়ে যায় স্থানীয় ছাত্রলীগ নেতারা। পরে তাকে ইউপি কার্যালয়ে নিয়ে পিটিয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিভিন্ন সময় হরতাল চলাকালে কামরুল গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বলে জানিয়েছে পুলিশ।