ফেনীর ফুলগাজীতে বোমা তৈরির সময় বিস্ফোরণে ২ জন আহত
ফুলগাজী প্রতিনিধি, ফেনী:
ফুলগাজীতে বোমা তৈরির সময় বিস্ফোরণে দু’জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলো, জয়নাল আবেদীন (৪৫ ) ও কাজী কামাল (৪০)। উপজেলার গোসাইপুর এলাকায় সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আসন্ন উপজেলা নির্বাচনে নাশকতার কাজে ব্যবহারের জন্য বোমাগুলো তৈরি হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানান, মুমূর্ষু অবস্থায় দু’জনকে গোপনে চিকিৎসার জন্য চট্টগামে পাঠানো হয়েছে ।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকতা হারুনুর রশিদ বোমা বিস্ফোরণে ২ জন আহত হওয়ার সত্যতা স্বীকার করেছেন।