Connecting You with the Truth

ফেনী-৩ এর সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে ফেনী বিএনপির ৩ দিনের শোক কর্মসূচী

বেলাল পাটোয়ারী, সদর প্রতিনিধি ফেনী:
বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা, ফেনী-৩ আসনের তিন বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও ফেনী জেলা বিএনপি’র সভাপতি মোশাররফ হোসেন এমপি’র মৃত্যুতে ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে জেলা বিএনপি। গত মঙ্গলবার বিকালে শহরের মিজান ময়দানে অনুষ্ঠিত মরহুমের জানাজা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন জেলা বিএনপির বর্তমান সভাপতি এ্যাডভোকেট আবু তাহের। ঘোষিত কর্মসূচী অনুযায়ী, ২০ আগস্ট দলের নেতা-কর্মীদের কালো ব্যাচ ধারণ, ফেনী বড় জামে মসজিদে দোয়া, মিলাদ ও তবারক বিতরণ, ২১ আগস্ট দলের জেলা কার্যালয় ও ফেনীর সকল উপজেলা ও পৌরসভা কার্যালয়সমূহে কালো পতাকা উত্তোলন, দোয়া ও মিলাদ মাহফিল এবং ২২ আগস্ট ফেনী বড় মসজিদসহ জেলার প্রতিটি মসজিদে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Comments
Loading...