Connecting You with the Truth

ফের ছোট পর্দায় সাইকেল কন্যা হয়ে অগ্নীলার ফেরা

Agnila
বিনোদন প্রতিবেদক:
সাইকেল কন্যা হয়ে ফের ছোট পর্দায় হাজির হচ্ছেন অগ্নীলা। ১৪ বছর আগে গিয়াসউদ্দিন সেলিমের জনপ্রিয় ধারাবাহিকরবিপ্রতীপ’। এ নাটকে অগ্নীলা অভিনয় করেছিলেন দীপা নামের একজন কিশোরীর চরিত্রে। যে মেয়েটির সঙ্গে সবসময় থাকতো একটি সাইকেল। অভিনয় তো বটেই তখন অগ্নীলা সাইকেল চালিয়েও দর্শকদের মুগ্ধ করেছিলেন। টানা ১৪ বছর পর আবারও একইভাবে একটি ধারাবাহিক নাটকে সাইকেল চালানো নারীর চরিত্রে দেখা যাচ্ছে অগ্নীলাকে। নামরফ্যামিলি প্যাক’। লিখেছেন ও পরিচালনা করেছেন আলী ফিদা একরাম তোজো। এর গল্পে দেখা যাবে, গোলাম কিবরিয়া সাহেবের পরিবারের সদস্য সংখ্যা ৯। তিন ছেলে, চার মেয়ে, তিনি নিজে এবং তার স্ত্রী। বড় ছেলের বয়স প্রায় ৪০, ছোট মেয়ের বয়স ২৫। কারও বিয়ে দেননি তিনি। প্রতিদিন সকালে তার কলিং বেল শোনামাত্র সাত ছেলেমেয়েকে দাঁড়াতে হয় সারি বেঁধে। পিতার সামনে ছেলেমেয়েরা বাধ্য সন্তানের মতো থাকলেও ব্যক্তিজীবনে একেক জনের ধরন একেক রকম। কারও শখ মিথ্যা কথা বলা, কারও অভ্যাস কখনও কোন প্রশ্ন না করা। হঠাৎ একদিন গোলাম কিবরিয়া ঘোষণা দিয়ে বসেন আগামী ছয় মাসের মধ্যে তিনি তার সাত ছেলেমেয়ের বিয়ে দেবেন। শুরু হয় মজা, জেদ, হাসি, রাগ, কষ্ট, তামাশা। সবচেয়ে ছোট মেয়ের বিয়ে হয়ে গেলে মনে হয় গল্প যেন শেষ হয়ে গেল। আসলে গল্পের শুরু তখনই। নির্মাতা তোজো বলেন, নাটকে অগ্নীলাকে আমরা চার বোনের একটি বোন চরিত্রে রেখেছি। নাটকে অগ্নীলার বেশির ভাগ দৃশ্যেই থাকছে সাইকেল। এটা সত্যি কথারবিপ্রতীপ’ নাটকের কারণে অগ্নীলার কথা ভাবলেই সঙ্গে একটা সাইকেলও চলে আসে। আমি দর্শকদের সেই ভাবনার জায়গাটায় কড়া নাড়তে চেয়েছি অগ্নীলাকে দিয়ে। অগ্নীলার পাশাপাশি এ নাটকে অভিনয় করেছেন দিলারা জামান, কায়েস চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, মিশু সাব্বির, মৌটুসী বিশ্বাস, ঊর্মিলা শাবস্তী কর, অর্চিতা স্পর্শিয়া, তৌসিফ মাহবুব প্রমুখ। এনটিভিতে গতকাল থেকে শুরু হয়েছেরফ্যামিলি প্যাক’। প্রতি সোম ও মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে এটি। প্রসঙ্গত, ১৪ বছর আগেরবিপ্রতীপ’ নাটক করার পরপরই অগ্নীলা পড়াশোনার জন্য কানাডা চলে যান। এখনও তিনি সেখানেই থাকেন। তবে মাঝে মধ্যে ঢাকায় এলে বিজ্ঞাপন কিংবা নাটকের শুটিং করেন।

Comments
Loading...