ফেল করে আত্মহত্যা
স্টাফ রিপোর্টার:
রাজধানীতে আত্মহত্যা করেছেন এক তরুণ, এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে তিনি এই পথ বেছে নিয়েছেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। নিহত আদনান আলী মেহেদী (১৮) ঢাকা বিজ্ঞান কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন। বুধবার দুপুরে এইচএসসির ফল প্রকাশের পর বিকালে মেহেদী আত্মহত্যা করেন বলে তার পরিবারকে উদ্ধৃত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন। তিনি বলেন, বাবা রফিকুল ইসলাম ও মা মাহমুদা রফিক বিকাল ৪টার দিকে মধ্য বাড্ডার বাসা থেকে মেহেদীকে হাসপাতালে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেহেদীর মা সাংবাদিকদের বলেন, ফলাফল খারাপ হওয়ায় নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে। ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত নামিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক ভাই ও এক বোনের মধ্যে মেহেদী ছিল ছোট।