ফেসবুকের ‘f’এর সঙ্গে কিছুর মিল পাচ্ছেন কি?
প্রযুক্তি ডেস্ক: আমরা যে এত ফেসবুক…ফেসবুক করি, কখনও ভেবে দেখেছি বা জানার চেষ্টা করেছি ফেসবুকের ‘f’ এর সঙ্গে কি কোনও কিছুর সামঞ্জস্য রয়েছে কি না? অনেকেই বলবেন এর প্রয়োজনই বা কী আছে? কিন্তু কারও না কারও কৌতুহল এই সামঞ্জস্য খুঁজে বের করেছে। ১২ বছর হয়ে গেল ফেসবুক এসেছে। এর মধ্যে অনেক পরিবর্তনও হয়েছে। কখনও লোগোয়, কখনও বা লুকে। ম্যাট নাভারা এক ওয়েবসাইটের ডিরেক্টর ফেসবুকের একটি লোগো তাঁর টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে এর অর্থ বোঝানোর চেষ্টা করেছেন। তিনি সেখানে যে ছবিটি পোস্ট করেন সেই ছবিতেই ‘f’ এর অর্থ বোঝানোর চেষ্টা করেছেন? ম্যাট জানান, কোনও ব্যক্তি দাঁড়িয়ে ফেসবুক করলে তাঁকে দেখতে অনেকটা ইংরেজি ছোট হরফের ‘f’-এর মতো দেখতে লাগে। যদিও ফেসবুক থেকে ম্যাটের বিষয়টি নিয়ে কিছু বলা হয়নি।