Connecting You with the Truth

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এখন ইরাকে

olad_302415850ইসলামিক স্টেট বা আইএস জঙ্গি নিয়ে শুধু যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যই চিন্তিত নয়। আইএস মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমা দেশগুলোরও। তাইতো ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এখন ইরাক সফরে বাগদাদে আছেন। ইরাকে নতুন সরকার ক্ষমতায় বসার পর এটাই কোনো বিদেশী রাষ্ট্রপ্রধানের প্রথম ইরাক সফর।

বাগদাদে পৌছে তিনি আইএস নির্মূলে সবধরনের সহায়তার প্রস্তাব দেন ইরাককে। কারণ আইএস জঙ্গিদের সিরিয়ার পর ইরাকে সবচেয়ে বড় ঘাঁটি রয়েছে।

একদিনের সফরে ওলাঁদের স্বাত্তয়শাসিত কুর্দিস্তানের রাজধানী ইরবিলেরও যাওয়ার কথা রয়েছে। ইরবিলে আইএসের হামলায় শত শত মানুষ মানবেতর জীবনযাপন করছেন। 

এদিকে আইএস ইস্যুতে সমর্থনের আশায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সৌদি আরব থেকে তুরস্কে গেছেন।

আইএসের বিরুদ্ধে হামলার পরিধি বাড়াতেই আরব নেতাদের সমর্থন আদায়ের জন্য কেরির এই ছোটাছুটি। এজন্য তিনি একটি জোট গঠনের প্রস্তাব দিয়েছেন।
দশটি আরব দেশের নেতারা কেরির ডাকে সাড়া দিয়েছেন।

Comments
Loading...