ফ্রেঞ্চ লিগ ওয়ানে সহজে জয় পেল প্যারিস সেইন্ট জার্মেইন
স্পোর্টস ডেস্ক:
ফ্রেঞ্চ লিগ ওয়ানে এবার জয় পেল প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। লিগের শুরুতে রেমিসের বিপক্ষে ২-২ গোলে ড্র করা পিএসজি পরের ম্যাচে বাস্তিয়ার বিপক্ষে জয় পেল ২-০ গোলে। ব্রাজিলের উঠতি তারকা লুকাস এবং উরুগুয়ের তারকা ফুটবলার এডিনসন কাভানির গোলে সহজ জয় পেয়েছে পিএসজি। কোচ লরেন্ট ব্লাংক এ ম্যাচের আগে ব্রাজিলের তারকা ফুটবলার থিয়েগো সিলভাকে ইনজুরির কারণে হারিয়েছে। এ ম্যাচে পিএসজির গোল মেশিন জ¬াতান ইব্রাহিমোভিচের ইনজুরিকে পাত্তা না দিয়ে ম্যাচের প্রথমেই তাকে মাঠে নামান ব্লাংক। তবে, মিনিট পনেরোর বেশি মাঠে থাকতে পারেন নি ইব্রা। ম্যাচের ২৬ মিনিটে লুকাসের গোলে এগিয়ে যায় পিএসজি। প্রথমার্ধে আর কোনো গোলের দেখা না পেলে ১-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় তারা। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৭ মিনিটে কাভানির গোলে ব্যবধান দ্বিগুন করে পিএসজি। বাস্তিয়াকে গোলের কোনো সহজ সুযোগই দেয় নি ব্লাংক শিষ্যরা। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।