বইমেলায় আবুল হায়াত
বিনোদন ডেস্ক:
আসছে অমর একুশে গ্রন্থমেলায় বিশিষ্ট অভিনেতা আবুল হায়াতের একটি গল্পের বই প্রকাশিত হবে। এরই মধ্যে বইয়ের প্রকাশনার যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে। ‘চোখ গেল পাখি’ শিরোনামের এ বইয়ে মোট তিনটি গল্প স্থান পেয়েছে। গল্পগুলোর শিরোনাম হচ্ছে ‘রসিয়া’, ‘খুনি’ এবং ‘চোখ গেল পাখি’। তার এ বইটি শব্দশিল্প প্রকাশনী থেকে বের হবে। এ প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরেই আমার লেখালেখির অভ্যাস রয়েছে। বিগত কয়েক বছর ধরেই প্রতি বইমেলায় অন্তত একটি করে হলেও বই পাঠকদের উপহার দেয়ার চেষ্টা করছি। আশা করছি, আমার ভক্ত-পাঠকরা আসছে বইমেলা থেকে আমার গল্পের বইটি সংগ্রহ করবেন। আমিও শ্যুটিংয়ের ফাঁকে কয়েক বার মেলায় যাওয়ার পরিকল্পনা করেছি।’