বকশীবাজারে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৫৬ নেতা কর্মীর নামে মামলা
স্টাফ রিপোর্টার:
বুধবার দুর্নীতির মামলায় খালেদা জিয়ার হাজিরা চলাকালীন সময়ে বকশীবাজারে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। বুধবার রাতেই পুলিশের উপপরিদর্শক (এসআই) সাদেক মিয়া বাদী হয়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি ইসহাক সরকারের নাম উল্লেখসহ ৫৬ জনের নামে চকবাজার মডেল থানায় মামলাটি (মামলা নং-০৩) দায়ের করেন। দণ্ডবিধির ১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩ ধারায় দায়ের করা হয় মামলাটি। প্রসঙ্গত, দুদকের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্টে দুর্নীতির অভিযোগে দুদকের করা দুই মামলায় হাজিরা দিতে বুধবার দুপুরে বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত অস্থায়ী আদালতে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় খালেদা জিয়াকে স্বাগত জানাতে উপস্থিত বিপুল সংখ্যক নেতা-কর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে বিএনপির নেতা-কর্মী, পুলিশ এবং সাংবাদিকসহ আহত হন শতাধিক মানুষ। পুলিশের দাবি, খালেদা জিয়া গাড়ি থেকে নেমে আদালতের ভেতরে যাওয়ার পর বিএনপির নেতা-কর্মীরা আদালতে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। পুলিশ তাদের সরে যেতে বললে তারা সরে না গিয়ে পুলিশের ওপর হামলা চালায়। অবশ্য বিএনপির অভিযোগ বিনা উস্কানিতে পুলিশ নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে তাদের আহত করেছে।