বগুড়ার গাবতলীতে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকী পালন
সালজার রহমান সাবুঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভুমি বগুড়ার গাবতলীতে থানা পৌর বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে সোমবার শহীদ জিয়ার ৩৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। এছাড়াও বক্তব্য রাখেন থানা বিএনপির সাংগাঠনিক সম্পাদক এনামুল হক নতুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি। যুবদলের আহবায়ক এম আর ইসলাম রিপন, যুগ্ম আহবায়ক আকতারুজ্জামন লিটন, ছাত্রদলের সভাপতি রুহুল হাসান রুহিন, কাগইল ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলী, সোনারায় ইউনিয়ন বিএনপির সভাপিত মফিদুল হক, গাবতলী সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মিনহাজুল ইসলাম প্রমুখ। অপরদিকে গাবতলী পৌরসভার চেয়ারম্যান পৌর বিএনপির সাঃ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।