বগুড়ার মাটিডালিতে সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
ভ্রাম্যমাণ প্রতিনিধি, বগুড়া:
গতকাল বগুড়া মাটিডালি বিমান মোড়ে ধর্মঘট সফলে ২০ দলীয় জোটের কর্মসূচির অংশ হিসেবে বগুড়া সদর বিএনপির আহ্বানে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষ হওয়ার প্রায় ৩০ মিনিট পর নতুন বাইপাস রোডের গোল চত্বরে পুলিশ বেষ্টনির মধ্যে বিকট শব্দে ১টি ককটেল বিস্ফোরিত হলে পুলিশ ব্যাপক ধরপাকর শুরু করে এবং বিভিন্ন হোটেল ও দোকানে অভিযান চালিয়ে নিশিন্দারা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ও মেম্বার মাহফুজার রহমানসহ ১৬ জনকে আটক করে। তবে ঘটনাস্থলেই ২ জনকে ছেড়ে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর আরো ৭/৮ টি ককটেল বিস্ফোরিত হয় এবং নতুন বাইপাস রোডে পিকেটাররা অবস্থান নেয়। পুলিশ বাইপাস রোডে পিকেটারদের হটাতে গেলে, পিকেটার ও গ্রামবাসির সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকলে, পুলিশও কয়েক রাউন্ড গুলি ও ফাঁকা আওয়াজ দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।