Connecting You with the Truth

বগুড়ায় জামায়াত নেতা কারাগারে

নন্দিগ্রাম প্রতিনিধি, বগুড়া:
বগুড়ার নন্দিগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির নুরুল ইসলাম মন্ডলকে কারাগারে পাঠানো হয়েছে। নাশকতার মামলায় হাজিরা দিতে গেলে তাকে কারাগারে পাঠানো হয়। সোমবার বগুড়া জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক এই আদেশ দেন। জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন। নন্দিগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) আকিবুল ইসলাম জানান, ২০১৩ সালের ৩ মার্চ জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখা যাওয়ার গুজবসংশ্লিষ্ট নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতের এই নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সোমবার সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Comments
Loading...