Connecting You with the Truth

বগুড়ায় নারী নির্যাতন প্রতিরোধ দিবসে মানববন্ধন

জেলা প্রতিনিধি, বগুড়া:

রবিবার ‘নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া শাখা শহরের সাতমাথায় এক মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশে ১ হাজার ১’শত ২৩ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। যার মধ্যে ধর্ষণের পর ১’শত ১৬ জন নারীকে হত্যা করা হয়েছে। নেতৃবৃন্দ ‘মহিলা ফোরাম আইন ও শালিস কেন্দ্র’র জরিপ রিপোর্টের তথ্য উল্লেখ করে বলেন, ঘরে বাহিরে সর্বত্র নারী নির্যাতনের হার বৃদ্ধি পেয়েছে। বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সকলকে আহ্বান জানান। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া শাখার আহ্বায়ক দিলরুবা নুরী, রেনুবালা, সাজেদা বেগম প্রমুখ।

Comments
Loading...