Connecting You with the Truth

বগুড়ায় বিকাশ কর্মকর্তার কাছথেকে ৫ লাখ টাকা ছিনতাই

বগুড়া প্রতিনিদি:
বগুড়ার শাজাহানপুরে নির্মাণাধীণ থানা ভবনের সামনে বিকাশ কর্মকর্তা তৌফিক হাসানকে (৩৩) কুপিয়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ১০ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তৌফিককে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, মোটরসাইকেলযোগে বিকাশের ম্যানেজার সঞ্জয় এবং বিএসএ তৌফিক হাসান একটি ব্যাগে পাঁচ লাখ টাকা নিয়ে বগুড়া থেকে শেরপুরে যাচ্ছিলেন। পথের মধ্যে অপর একটি মোটরসাইকেলে তিন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এ সময় তাদের কুপিয়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয়। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ছিনতাইকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে।

Comments
Loading...