Connecting You with the Truth

বঙ্গবন্ধুর খুনীদের বিচারকার্য সম্পন্ন করার দাবিতে জেলা ছাত্রলীগের স্মারকলিপি

Shunamgonj Pic SAM_0307মো. মনিরুজ্জামান, সুনামগঞ্জ সদর:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীদের দেশে ফিরিয়ে এনে বিচারকার্য সম্পন্ন করার দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের পেডে লিখিত ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ স্বাক্ষরিত স্মারকলিপিতে ১৯৭৫ সালের ১৫ আগস্টের হামলায় জড়িত সকল খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারকার্য সম্পন্ন করার কথা উল্লেখ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি সুব্রত সরকার, সহ সভাপতি মনিরুজ্জামান, সহ সভাপতি ঝুমুর তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিন্টু চৌধুরী, উপ গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমিন আহমেদ, বিশ্বম্ভরপুর ছাত্রলীগ নেতা রাজিব বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মাসুক আহমেদসহ ছাত্রলীগের তৃণমূল নের্তৃবৃন্দ।

Comments
Loading...