বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত হলো শৈলকুপায়
শৈলকুপা, ঝিনাইদহ:
ঝিনাইদহ শৈলকুপায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ নং উমেদপুর ইউপি চেয়ারম্যান সাবদার হোসেন মোল্যা ও উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন এর নের্তৃত্বে শুক্রবার বিকালে গাড়াগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শিকদার মোশারফ হোসেন সোনা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী প্রিন্স, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি। কাঙ্গালি ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।