বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন
বাচ্চু বডুয়া, চট্টগ্রাম মহানগরী:
বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৩৯তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী ও মানববন্ধন করেন মুক্তিযোদ্ধা প্রজন্ম চট্টগ্রাম মহানগর ও মুক্তিযোদ্ধা প্রজন্ম উত্তর জেলা সংসদ। মানববন্ধনে বঙ্গবন্ধু হত্যাকারীর অন্যতম ৪ জন পলাতক খুনিদের বিদেশ থেকে এনে বাংলাদেশে দ্রুত ফাঁসির রায় কার্যকর করার জন্য বঙ্গকণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানান। মুক্তিযোদ্ধা প্রজন্ম উত্তর জেলা সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন তালুকদার তার বক্তব্যে বলেন, এদেশে জামায়াত- শিবির যে তাণ্ডব শুরু করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সকল মুক্তিযোদ্ধা প্রজন্মের সদস্যদের একসাথে কাজ করার জন্য আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মের উপদেষ্টা মোহাম্মদ ফারুক খান, ছৈয়দ রফিক আহম্মদ, গিয়াস উদ্দিন টিটু, সুজন আহমেদ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের মুক্তিযোদ্ধা প্রজন্মের উপদেষ্টা রেজাউল করিম খন্দকার বুলবুল, মোহাম্মদ রফিক সভাপতি, মোহাম্মদ রাহাত চৌধুরী রানা (সাধারণ সম্পাদক), মনির হোসেন (সাংগঠনিক সম্পাদক) মোহাম্মদ জাহিদুল ইসলাম সৈকত (প্রচার সম্পাদক), তপন কান্তি দাশ (যুগ্ম সম্পাদক), মো. মহিউদ্দিন, ইলিয়াস, রাসেল প্রমুখ।