Connecting You with the Truth

বছরে কোটি টাকার কাকড়া বিক্রি করেন বাগেরহাটের জাহাঙ্গীর

এসএম সাইফুল ইসলামPhoto-26.8.15, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে ২০১৫ সালের শ্রেষ্ঠ কাকড়া চাষীর পুরস্কার পেয়েছেন বলইবুনিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড় মেম্বার কেএম জাহাঙ্গীর হোসেন। ১৯৯৫ সালে মাত্র ১৭বছরে বয়সে নিজস্ব ১ বিঘা (৩৩ শতক)জমিতে কাকড়া চাষ শুরু করেন। ওই সময় মোরেলগঞ্জে আর কোন কাকড়া চাষী ছিলো না।সেই থেকে শুধুই নিজ প্রচেষ্টায় কাকড়া চাষ ধরে রাখেন জাহাঙ্গীর। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইয়াকিন আলী শেখ বলেন, এই সাফল্যের জন্য মোরেলগঞ্জে ২০১৫ সালের শ্রেষ্ঠ কাকড়া চাষীর পুরস্কার পেয়েছেন জাহাঙ্গীর। বর্তমানে তিনি ৪ একর(১২ বিঘা) জমিতে কাকড়া চাষ করছেন। শুরুতে তার পুজি ছিলো মাত্র ২৫ হাজার টাকা। এখন পুজি ৮০লাখ টাকা। এই ৮০ লাখ টাকা কাকড়া চাষে বিনিয়োগ করে বছরে ২ লাখ টাকা লাভ করছেন বলে জাহাঙ্গীর জানান।এ পর্যন্ত কখনো তার লোকসান হয়নি। বরং মূলধন বেড়েছে কয়েকশ’গুন। চিংড়ি ঘেরের মত ভাইরাস আতঙ্কেও থাকতে হয় না। চলতি বছরে প্রায় কোটি টাকার কাকড়া বিক্রি করেছেন। এ সম্পর্কে তরুণ সমাজসেবক ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, শুধুমাত্র নিজের চিন্তা থেকেই কাকড়া চাষ শুরু তার। কোন প্রশিক্ষন নেই। সরকারী বেসরকারী কোন প্রতিষ্ঠানের অনুদান বা পরামর্শও তিনি পাননি।এখন আর তার অনুদান বা পৃষ্ঠপোষকতার প্রয়োজন নেই। তবে প্রশিক্ষন, উৎসাহ ও পুথিগত ধারনা পেলে কাকড়া চাষে

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...