Connecting You with the Truth

ত্রেতা যুগের বিষ্ণু অবতার রামের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা!

Ram BDP

আন্তর্জাতিক ডেস্ক: মহিলাদের উপর অত্যাচারের কাইনী আমাদের দেশে নতুন। দেশের বিভিন্ন প্রান্তে মহিলারা নির্যাতনের শিকার। অনেক সময়ই তাঁরা ন্যায়বিচার পান না। কিন্তু এবার এই সমস্যাকে সমূলে উৎপাটন করতে কোমর বেঁধে নেমে পড়েছেন এক আইনজীবী। আর মূল খুঁজতে গিয়ে সোজা পৌঁছে গিয়েছেন ত্রেতা যুগে। রাম কিভাবে সীতার উপর অত্যাচার করেছিলেন সেই প্রশ্ন আরও একবার নতুন করে সামনে এনেছেন তিনি। তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে  বিষ্ণুর সপ্তম অবতার রামের বিরুদ্ধে তাঁর এফইআর। একদম সরাসরি মামলাই ঠুকে দিয়েছেন বিহারের সীতামাধি জেলার আইনজীবী ঠাকুর চন্দন কুমার সিং। মামলায় তিনি বলেছেন, ভগবান রাম তাঁর স্ত্রী সীতার উপর অত্যাচার করতেন। এমনকী ঘর থেকে বেরও করে দিয়েছিলেন নিজের স্ত্রী’কে। কিভাবে রাম তাঁর নিজের স্ত্রী’-এ উপর এমন নিষ্ঠুর হতে পারলেন সেই প্রশ্নই তুলেছেন তিনি। ওই আইনজীবী আরও জানিয়েছেন, কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে এই মামলা করেননি তিনি। শুধুমাত্র সীতার জন্য ন্যায়বিচার চেয়েই তাঁর এই মামলা। চন্দন কুমার সিং বলেন, ত্রেতা যুগ অর্থাৎ যে সময় অযোধ্যায় শাসন চালাতেন রাম সেইসময় থেকে ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন মহিলারা। ২০১২ তে অক্ষয় কুমার, পরেশ রাওয়াল অভিনীত ‘ও মাই গড’ ছবিতে দেখানো হয় প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় মামলা করা হয় ভগবানের বিরুদ্ধে। ছবির পর্দায় কমেডি তৈরি করতে যে গল্প তৈরি করা হয়েছিল, সেটাই এবার বাস্তবে করে দেখালেন এই আইনজীবী।

Comments
Loading...