Connecting You with the Truth

বনুচ্চির গোলে সহজ জয় ইতালির

s-9
স্পোর্টস ডেস্ক:
ইতালির নতুন কোচ হয়ে জয়ের ধারাবাহিকতা বজায় রাখলেন অ্যান্তোনিও কোন্তে। ইউরো ২০১৬ কোয়ালিফাইং ম্যাচে নরওয়েকে ২-০ গোলে হারালো তার শিষ্যরা। চারবারের বিশ্বকাপ জয়ীরা এদিন ৩-৫-২ ফরমেশনে খেলে সিমিওন জাজা ও লিওনার্দো বনুচ্চির গোলে সহজ জয় পায়। কোন প্রতিযোগিতা মূলক ম্যাচে প্রথম জয় পাওয়া ৪৫ বছরের এই কোচের আশাও ছিল বেশি। কারণ এর আগে তিনি জুভেন্টাসের হয়ে তিনটি সফল সিরি ‘আ’ শিরোপা জিতেছিলেন। আর আজ্জুরিরাও তাকে হতাশ করেনি। কোচ হয়ে অভিষেক ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে একই ব্যবধানে জয় পেয়েছিল দলটি। ওসলোতে খেলার শুরুতেই সফরকারীদের লিড এনে দেয় জাজা। তার করা ১৬ মিনিটের অসাধারণ একটি গোলে এগিয়ে যায় ইতালি। শেষ সাত খেলায় কোন জয় না পাওয়া নরওয়ে কিছু সুযোগ সৃস্টি করলেও গোলের দেখা পায়নি। বিরতির আগে আর কোন গোল না হলে ১-০ তে লিড নিয়েই মাঠ ছাড়ে দুদল। বিরতির পরে আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় ইতালি। আর খেলার ৬২ মিনিটে ম্যানুয়েল প্যাসকুয়েলের ক্রস থেকে শক্তিশালি একটি হেডে গোল করেন বনুচ্চি। এই গোলটিই স্বাগতিকদের ম্যাচ থেকে ছিটকে দেয়। পরে খেলার বাকি সময় দু’দল আরো কিছু চেষ্টা করলেও গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইতালি। এদিকে ইউরো ২০১৬ কোয়ালিফাইংয়ের অন্য ম্যাচে আনডোরার বিপক্ষে জয় পায় ওয়েলস। খেলার ছয় মিনিটে লেডেফনস লিমার গোলে এগিয়ে যায় আনডোরা। তবে খেলার ২২ মিনিট ও শেষের দিকের ৮১ মিনিটে জোড়া গোলে করে ওয়েলসকে জয় এনে দেন রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার গেরেথ বেল। 

Comments
Loading...