Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বন্দুকধারীর গুলিতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্কুলে ১৭ জন নিহত

বন্দুকধারীর প্রায় এক ঘন্টারও বেশি গোলাগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ডের ‘ফ্লোরিডা স্কুলে’ ১৭ জন নিহত হয়েছে এবং এ ঘটনায় বন্দুকধারী হিসেবে ঐ স্কুলের সাবেক ছাত্র নিকোলাস ক্রুজকে আটক করেছে স্থানীয় পুলিশ । খবর দ্যা গার্ডিয়ান, বিবিসি ।

ব্রোওয়ার্ড অঞ্চলের শেরিফ স্কট ইসরায়েল ওই ঘটনায় জড়িত বন্দুকধারীকে আটকের তথ্য নিশ্চিত করে বলেন, আটক ক্রুজকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে।

তিনি আরো বলেন, নিহতদের মধ্যে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা রয়েছেন। এরমধ্যে স্কুল ভবনের ভেতরে ১২ জন, বাইরে ২ জন, রাস্তায় ১ জন এবং হাসপাতালে ২ জনের মৃত্যু হয়।

হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ভয়াবহ ফ্লোরিডার শুটিং-এর শিকার পরিবারদের জন্য আমার প্রার্থনা এবং সমবেদনা রইল। কোনো শিশু, শিক্ষক বা অন্য কেউ কখনও আমেরিকান স্কুলে নিরাপত্তাহীন অনুভব করবেন না।

উল্লেখ্য, ২০১২ সালের কানেটিকাট স্কুলে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হন, সেই ঘটনার পর এটাই সবচেয়ে বড় হামলা।

Leave A Reply

Your email address will not be published.