‘বন্ধুত্বই আমাদের ভালো খেলার সহায়ক’- রোনালদো
রোমার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে ক্রিস্টিয়ানো রোনালদো বলেছিলেন, ভালো খেলার জন্য বার্সার এমএসএন ত্রয়ীর মতো সম্পর্ক করার প্রয়োজন নেই। তবে আর্সেনালের বিপক্ষে জোড়া গোল করে জেতানোর পরে মেসি বলেছেন, যে নেইমার ও সুয়ারেজের সঙ্গে বন্ধুত্বই বার্সেলোনার সাফল্যের রহস্য।
চ্যাম্পিয়ন্স লিগে রোমার বিপক্ষে ম্যাচের আগে রোনালদো মেসি-নেইমার-সুয়ারেজের মাঠের বন্ধুত্বকে কটাক্ষ করেন। রোনালদোর মতে পেশাদার ফুটবলারদের ভালো খেলতে বন্ধুত্বের প্রয়োজন নেই। ইঙ্গিত দেন বার্সার এই ত্রয়ী অনেকটা ক্যামেরার সামনেই এই বন্ধুত্ব প্রদর্শন করে থাকে। এর জবাবে এই ত্রয়ীর কেউই কিছু বলেননি। আর্সেনালের বিপক্ষে জোড়া গোল করে জেতানোর পরে উয়েফার ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাতকারে মেসি বলেন, নেইমার ও সুয়ারেজের সঙ্গে খেলার অভিজ্ঞতাটা দারুণ। মাঠ ও মাঠের বাইরে আমাদের সম্পর্কটা দারুণ। আমরা সত্যিকারেরই ভালো বন্ধু এবং এই বন্ধুত্বের কারণে আমরা ভালো মানের ফুটবল খেলতে পারি।