Connecting You with the Truth

বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন

asuliaমশিউর রহমান, আশুলিয়া প্রতিনিধি:

রাজধানীর অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় শিমুলতলা এলাকার সোনিয়া ফাইন নীট লিমিটেডের শ্রমিকরা বন্ধ কারখানা খুলে দেওয়া সহ ৪ দফা দাবি আদায়ের লক্ষে বৃহস্পতিবার বেলা ১১টার সময় ফ্যান্টাসি কিংডমের সামনে জাগো বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি বাহ্রানে সুলতান বাহারের নেতৃত্বে এক মানববন্ধনের আয়োজন করে। উক্ত মানববন্ধেনে উপস্থিত ছিলেন, গার্মেন্টস কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি সরোয়ার হোসেন, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের আশুলিয়া থানা সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ ও জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ। এ সময়ে শ্রমিক নেতারা কারখানাটির মালিকের প্রতি তাদের ৪ দফা দাবির বিবৃতি দিয়ে বলেন, অবিলম্বে কারখানাটি খুলে দিতে হবে, নিয়মানুযায়ী বাৎসরিক ছুটির টাকা প্রদান করতে হবে, কাজ না থাকলেও এ গ্রেড অনুযায়ী বেসিক বেতন প্রদানসহ বেসিক সমপরিমাণ ঈদ বোনাস দিতে হবে ও ভয়ভীতি প্রদর্শন করে কোন শ্রমিককে চাকুরিচ্যুত করা যাবে না। ৪৮ ঘণ্টার মধ্যে এই ৪ দফা দাবি মেনে না নিলে কারখানার সামনে অবস্থান ও বিক্ষোভের হুঁশিয়ারিও দেন তারা।

Comments
Loading...