Connecting You with the Truth

বন্ধ হয়ে যাচ্ছে একমি আইটি লিমিটেড’র কক্সবাজার শাখার কার্যক্রম

কলেজ প্রতিনিধি, কক্সবাজার সদর:

স্বনামধন্য তথ্য-প্রযুক্তি বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান ‘একমি আইটি’ দীর্ঘ ১২বছর যাবৎ এদেশের বিভিন্ন মফস্বল শহরে তাদের সগৌরব শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছিলো। সম্প্রতি কক্সবাজারেও এ প্রতিষ্ঠানটি বেশ সুনাম অর্জন করেছে। কিন্তু হঠাৎ করেই প্রতিষ্ঠানটির কক্সবাজার শাখার কার্যক্রম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আগামী ৩১শে আগস্ট, ২০১৪ইং তারিখ হতে প্রতিষ্ঠানটির কক্সবাজার শাখায় সকল প্রকার কার্যক্রম বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক  আইরিন সুলতানা জানান, বিগত কয়েক বছর যাবৎ এই তথ্য-প্রযুক্তি প্রশিক্ষণ ব্যবস্থাপনার ব্যয়ভার অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে এবং মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় মানবস¤পদ নিয়োগ অতিমাত্রায় কঠিন হয়ে পড়েছে। এমতবস্থায় কক্সবাজার থেকে তথ্য-প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রটি বন্ধ করে দেয়ার সিন্ধান্ত গ্রহণ করতে আমরা বাধ্য হচ্ছি। তিনি আরও জানান, কক্সবাজার শাখাটি বন্ধ হয়ে গেলেও একমি আইটি’র অন্য দুটি শাখা ময়মনসিংহ ও রাজশাহীতে তাদের কার্যক্রম চলিয়ে যাবে। তথ্য-প্রযুক্তির এ যুগে বিভিন্ন আইটি শিক্ষাপ্রতিষ্ঠানের অপরিহার্যতা যেখানে অনস্বীকার্য, সেখানে কক্সবাজারের মতো ক্রমউন্নয়নশীল একটি জেলা থেকে এরূপ একটি আইটি বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি দুঃখজনক বলে বিবেচনা করছেন এলাকার অসংখ্য শিক্ষার্থী।

Comments
Loading...