বন্যায় প্লাবিত ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউনিয়ন, ফসলের ব্যাপক ক্ষতি
জিয়াউর রহমান, ডুমুরিয়া প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলা, চুকনগর, নরনিয়া, কাটাখালী, ভদ্রাদিয়া নদীর শাখার উপরে বুড়িভদ্রা খালের জোয়ার ভাটার পানি নিয়মিত সরবরাহ না হওয়ায় গত কয়েকদিন বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে, ক্ষতিগ্রস্থ হয়েছে ১০ হাজার বিঘা জমির মৎস্য ঘের যার পরিমাণ আনুমানিক প্রায় ১০ কোটি টাকা। কৃষকদের ফসলী জমির ফসল ক্ষতি হয়েছে প্রায় ৩ হাজার কোটি টাকা। প্লাবিত হওয়া ১ শত কাঁচা বসতবাড়ি বন্যার পানিতে ভেঙ্গে পড়েছে। তার মধ্যে ৪টি গ্রাম ক্ষতিগ্রস্থ হয়েছে সবথেকে বেশি- ঘোষড়া, কাঞ্চনপুর, বেতাগ্রাম, বাদুড়িয়া। তার ভিতর ঘোষড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি পানিতে প্লাবিত হয়েছে এবং ৪টি গ্রাম বন্যার পানিতে বসতবাড়ি প্লাবিত হওয়ায় পানির অতিরিক্ত চাপের কারণে মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র সহ অনেকেই স্থানীয় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। স্থানীয় সূত্রে ৬নং মাগুরাঘোনা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আ. লীগের সাধারন সম্পাদক শেখ আবুল হোসেন অত্র এলাকা সরজমিনে পরিদর্শন করে তিনি একথা জানান।