Connecting You with the Truth

বরিশালে ৩০ কেজি গাঁজাসহ আটক ২

বরিশাল প্রতিনিধি:
বরিশাল নগরীর নতুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। এর মধ্যে একজন নারী রয়েছে। বুধবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন- হোসেন আলী(৩০) ও বিউটি(১৭)। উভয়ই কুষ্টিয়া দৌলতপুরের মহিষাকুণ্ডু এলাকার বাসিন্দা। র‌্যাব-৮ এর ক্যাপ্টেন আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে নতুল্লাবাদের ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন শিক্ষা বোর্ডের সামনে আগে থেকেই র‌্যাবের একটি দল অবস্থান করছিল। এসময় হোসেন আলী ও বিউটিকে বহনকৃত মোটরসাইকেল ওই এলাকা পৌঁছুলে তার গতিরোধ করা হয়। এসময় চালক হোসেন আলী ও বিউটির সঙ্গে থাকা মোট তিনটি ব্যাগে তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Comments
Loading...