Connecting You with the Truth

বর্তমান চ্যাম্পিয়ানরা ড্রয়ে শুরু করল অ্যাতলেতিকো

s-9
স্পোর্টস ডেস্ক:
লা লিগার বর্তমান চ্যাম্পিয়ানদের শুরুটা ভাল হলো না। সোমবার প্রথম ম্যাচেই দুর্বল প্রতিপক্ষ রায়ো ভ্যালেকানোর বিপক্ষে পয়েন্ট হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো মাদ্রিদ। নব্বই মিনিট গোল শূন্য থেকে ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা। কিছুদিন আগেই মাদ্রিদ ডার্বিতে জয় নয়ে স্প্যানিশ সুপার কাপ জয় করেছে দিয়েগো সিমিওনের শিষ্যরা। তবে সিমিওনির উপর দেয়া আট ম্যাচের নিষেদ্ধাজ্ঞার প্রথম দিনই ব্যর্থ হয়েছে অ্যাতলেতিকো। প্রথমার্ধে দলের অ্যাতলেতিকোর নতুন রিক্রুট মারিও মানজুকিচ দুইটি গোলের সুযোগ হাতছাড়া করেন। ক্রিশ্চিয়ান আনসালডির কাছ থেকে পাস পেয়ে তার নেয়া শট জড়ায় বাইরের জালে। প্রথমার্ধ শেষ হবার আগে গোলের সুযোগ পেয়েছিলেন অ্যাতলেতিকো ফরোয়ার্ড জিমেনেজও। গোল মুখ থেকে ছয় গজ দূরে বল পেয়েও ব্যর্থ হন তিনি। দ্বিতীয়ার্ধে রায়ো ভ্যালেকানোর ফরোয়ার্ড কুইনির ৩০ গজ দূর থেকে নেয়া শট অল্পের জন্য বাইরে চলে যায়। তারপর আরও বেশ কয়েকবার সুযোগ আসে দলটির। কিন্তু অ্যাতলেতিকোর ফরোয়ার্ডদের ব্যর্থতার এই দিনে গোল শূন্য থাকে রায়ো ভ্যালেকানোও। ফলে লা লিগার শুরুটা কিছুটা হতাশা নিয়েই শুরু হল বর্তমান চ্যাম্পিয়ানদের।


Comments
Loading...