বর্তমান প্রজন্ম মেধায় দরিদ্র নয় -শিক্ষামন্ত্রী
গাজীপুর প্রতিনিধি:
বাংলাদেশ অর্থনৈতিভাবে দরিদ্র হলেও মেধার দিক থেকে আমাদের নতুন প্রজন্ম কোনোভাবেই দরিদ্র নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল গাজীপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, গত ৫ বছরে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে অনেক দূর অগ্রসর হয়েছি। আমরা অর্থনৈতিকভাবে দুর্বল হলেও ২০২০ সালের মধ্যে দারিদ্র্যের অবসান ঘটাতে পারবো। দুপুর ১২টায় গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর শিক্ষার্থীদের আবিষ্কৃত গাড়ির গতি পরিমাপক যন্ত্র প্রদর্শনী উপলক্ষে আয়োজিত ‘ইজোনেন্স-২০১৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আমরা অর্থনৈতিভাবে দরিদ্র হলেও মেধার দিক থেকে আমাদের নতুন প্রজন্ম কোনভাবেই দরিদ্র নয়। এখন আমাদের জরুরি কাজ হচ্ছে প্রাইভেট সেক্টরকে এক্ষেত্রে কাজে লাগানো। সরকারি উদ্যোগের পাশাপাশি প্রাইভেট সেক্টর তরুণ প্রজন্মের মেধা ও মননশীলতা বিকাশে এগিয়ে এলে তারা দেশকে আরো অগ্রসর করে নিয়ে যেতে পারবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের পরিচালক রোজোয়ানুল কবীর বক্তব্য রাখেন। রোজোয়ানুল কবীর বলেন, নতুন আবিষ্কৃত যন্ত্রটি দেশ ও বিদেশে ব্যবহার করে সড়ক দুর্ঘটনা বহুলাংশে হ্রাস করা সম্ভব।
অর্থে দরিদ্র হলেও এ প্রজন্ম মেধায় দরিদ্র নয় -শিক্ষামন্ত্রী