বলিউডের সবার শীর্ষে প্রিয়াংকা চোপড়া
বিনোদন ডেস্ক:
বলিউডের আলোচিত রূপসী অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। কেবল রূপ-লাবণ্য দিয়ে নয় অভিনয় দক্ষতা এবং একের পর এক হিট সিনেমা দিয়ে আলোচনায় এসেছেন বারবার। তবে নিঃসন্দেহে বলাই যায় সময়টা ভালোই যাচ্ছে বলিউডের অভিনেত্রী-গায়িকা, সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াংকা চোপড়ার। ৫ সেপ্টেম্বর মুক্তি পাওয়া মেরি কম সিনেমার সাফল্যের পর এবার টুইটারে ৭০ লাখ অনুসারীর মাইলফলক ছুঁলেন ৩২ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। পাশাপাশি টুইটারে বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের ডিঙিয়ে শীর্ষে উঠলেন তিনি। আর বলিউডের সব তারকার মধ্যে পঞ্চম স্থান দখল করলেন প্রিয়াংকা। এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় তিনি লিখেছেন, ‘সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সেভেন মিলিয়ন পিসি ম্যানিয়াকস…আমাদের পরিবার বিশাল হচ্ছে…আপনাদের ভালোবাসা আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়।’ উল্লেখ্য, এবার সাত মিলিয়ন টুইটার অনুসারী জুটিয়ে অমিতাভ, শাহরুখ, আমির ও সালমানের পর নিজের অবস্থান করে নিলেন প্রিয়াংকা। সম্প্রতি এক
খবরে এমনটিই জানিয়েছে জিনিউজ।