Connecting You with the Truth

বলিউডে পারিশ্রমিকে শীর্ষে যাদের পাল্লা ভারি

b-4
বিনোদন ডেস্ক:
নায়ক কেনো বেশি সম্মানী পাবেন, নায়িকা কেনো পাবেন না- বলিউডে এ প্রশ্ন অনেকদিনের। মতামত জানাতে গিয়ে অনেক তারকাই রক্তচক্ষু দেখিয়েছেন। রক্তবর্ণ ঝরিয়েছেন মুখে। অনেকের মতে, এই বিষয়টা কোনোদিন সমান হওয়ার নয়। যতই পরিশ্রম করুন নায়িকারা, পারিশ্রমিকের বেলায় নায়কদের পাল্লাই ভারি হবে। তাই বৈষম্য নিয়ে ভেবে রাতের ঘুম হারাম করতে নারাজ এমন তারকাও আছেন বলিউডে। ২০১৪ সালের হিসাবে এক ঝলকে দেখা যাক বলিউডে নায়ক ও নায়িকাদের ছবি পিছু পারিশ্রমিকের ফারাক।

শীর্ষ ৫ অভিনেতার পারিশ্রমিক
১. শাহরুখ খান (ছবিপ্রতি ৩৫ কোটি রুপি)
২. সালমান খান (ছবিপ্রতি ৩০ কোটি রুপি)
৩. আমির খান (ছবিপ্রতি ২৮ কোটি রুপি)
৪. অক্ষয় কুমার (ছবিপ্রতি ২৫ কোটি রুপি)
৫. রণবীর কাপুর (ছবিপ্রতি ২০ কোটি রুপি)

শীর্ষ ৫ অভিনেত্রীর পারিশ্রমিক
১. দীপিকা পাডুকোন (ছবিপ্রতি ৮-৯ কোটি রুপি)
২. কারিনা কাপুর (ছবিপ্রতি ৮-সাড়ে ৮ কোটি রুপি)
৩. প্রিয়াঙ্কা চোপড়া (ছবিপ্রতি ৭-৮ কোটি রুপি)
৪. ক্যাটরিনা কাইফ (ছবিপ্রতি ৬-সাড়ে ৬ কোটি রুপি)
৫. ঐশ্বরিয়া রাই বচ্চন (ছবিপ্রতি ৬ কোটি রুপি)


Comments
Loading...