বলিউডে প্রথমবারের মতো অভিনয় করবেন ইরফান-ঐশ্বরিয়া
বিনোদন ডেস্ক:
প্রায় এক মাস হয়ে গেল বলিউডের প্রযোজক-পরিচালক সঞ্জয় গুপ্তের ‘জজবা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবির প্রি-প্রোডাকশন প্রায় শেষ করেছেন সঞ্জয়। শিগগিরই শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি। ফলে চার বছর বিরতি দিয়ে বলিউডে ফেরাটা এখন নিশ্চিত সাবেক বিশ্বসুন্দরীর। ছবিতে তার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করবেন ইরফান খান। ছবিতে এক দুঁদে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে ঐশ্বরিয়াকে। ইরফানের চরিত্রটি এক সৎ পুলিশ কর্মকর্তার, অপরাধীদের প্রতি যার রয়েছে প্রচণ্ড ঘৃণা। একবার এক রাজনৈতিক নেতাকে পিটিয়ে চাকরিচ্যুত হয় ইরফান এবং তার ন্যায়বিচার নিশ্চিত করতে আইনি লড়াইয়ে নামতে দেখা যাবে অ্যাশকে। সেপ্টেম্বরেই ছবির কাজ শুরু করার ইচ্ছা থাকলেও নভেম্বরের আগে তা করতে পারছেন বলে জানিয়েছেন সঞ্জয়। তবে আগামী বছর রোজার ঈদের পর পরই ‘জজবা’ মুক্তি দিতে চান তিনি।