Connecting You with the Truth

বলিউড তারকা কারিনার মাথায় ঝাঁকা!

b-5
বিনোদন ডেস্ক:
কেবল বলিউডেরই নয় ভারতের প্রভাবশালী কাপুর পরিবারের আদরের কন্যা। যার এক ইশারায় চুকে যায় সব কাজ সেই কারিনা কাপুর এখন নবাব পরিবারের বউ। তবে এত প্রভাবশালী হওয়ার পর কিন্তু একটি জায়গায় তিনি আর দশজন মানুষের মতই খুব সাধারণ। তবে ভক্তদের জন্য কারিনার এই রূপটি অবাক করাই। কেননা কারিনার মতো রূপসী তারকা অভিনেত্রীর মাথায় ঝাঁকা বিশ্বাস করতে কষ্টতো হবেই। ভারতের আজমির শরিফে খাজা মঈনুদ্দিন চিশতির (রহ.) পবিত্র দরগায় মাজার জিয়ারত করলেন পাতৌদি পরিবারের বধূ ও বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান।

কারিনা অভিনীত সিনেমা ‘সিংহাম রিটার্নস’ দারুণ সাফল্য পাওয়ায় শুকরিয়া আদায় করতে সোমবার আজমির শরিফে যান তিনি। এ সময় কারিনা খাদেম কুতুব উদ্দিনকে সঙ্গী করে নিজের মাথায় ফুল এবং মখমলের চাদর নিয়ে তা বিছিয়ে দেন পবিত্র মাজারে। এরপর সেখানে জিয়ারতও করেন তিনি। বিয়ের পর এবারই প্রথম আজমির শরিফে গেলেন কারিনা কাপুর খান। প্রসঙ্গত ২০১২ সালের ১৬ অক্টোবর বলিউড অভিনেতা ও পাতৌদির নবাব সাইফ আলী খানকে বিয়ে করেন বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের মেয়ে কারিনা। জানা গেছে, স্বামীর পরামর্শেই এবার তিনি খাজা মঈনুদ্দিন চিশতির (রহ.) পবিত্র দরগায় মাজার জিয়ারত করেছেন।

উল্লেখ্য, বলিউডের অধিকাংশ অভিনয়শিল্পীই ক্যারিয়ারের সাফল্য কামনায় আজমির শরিফে গিয়ে থাকেন।

Comments
Loading...