বাংলাদেশের প্রথম ইনিংস থেমে গেছে ১৮২ রানে
স্পোর্টস ডেস্ক:
১৮২ রানে থেমে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। কিংস্টনে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে এখনও ৩০২ রান পিছিয়ে মুশফিকবাহিনী। এর আগে সাত উইকেটে ৪৮৪ রান করে ইনিংস ঘোষণা করেছিল ক্যারিবীয়রা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান আসে চার নম্বরে ব্যাট করতে নামা মুমিনুল হকের ব্যাট থেকে। ৫১ রান করে বিদায় নেন এ বাঁহাতি। আর অধিনায়ক মুশফিক করেন অপরাজিত ৪৮ রান। এছাড়া ওপেনার শামসুর রহমান ৩৫ ও শুভাগত হোম ১৬ রান করেন। বাকিসব ব্যাটসম্যান দু’অঙ্কের ঘরে যেতে ব্যর্থ হয়েছেন। বাংলাদেশের প্রথম ইনিংসের স্থায়ীত্ব মাত্র ৭১.৪ ওভার। ক্যারিবীয় ¯িপনার সুলাইমান বেন নেন সর্বোচ্চ ৫টি উইকেট। এর আগে ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ২১২ রান করেন ওপেনার ক্রেইগ বার্থওয়েট। এটি তার ক্যারিয়ারের প্রথম দ্বি-শতক। তিনি চতুর্থ উইকেটে শিবনারায়ন চন্দরপলের সঙ্গে ১৬১ রানের জুটি গড়েন। পরে তাইজুলের বলে মুমিনুল হককে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন বার্থওয়েট। চন্দরপল অপরাজিত ৮৫ রান করে মাঠ ছাড়েন। স্বাগতিকদের সাত উইকেটের মধ্যে পাঁচটি উইকেট নিয়ে অভিষেক টেস্টে চমক দেখায় তাইজুল ইসলাম। ৪৭ ওভার বোলিং করে নয়টি মেডেন সহ ১৩৫ রানের বিনিময়ে উইকেটগুলো পান এই বাঁহাতি। এছাড়া রুবেল হোসেন ও শুভাগত হোম পেয়েছেন একটি করে উইকেট।