দেশজুড়ে
বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়নের সাতকানিয়া উপজেলা কমিটি গঠন
সাতকানিয়া, চট্টগ্রাম:
সম্প্রতি গঠিত হয়ে গেল বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়নের সাতকানিয়া উপজেলা কমিটি। চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লাস্থ জি এ ভবনের ৫ম তলায় মহানগর কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠিত হয়। কমিটির মহানগর সভাপতি জামাল চৌধুরী বিপ্লবের সভাপতিত্বে সাতকানিয়া উপজেলার সাংবাদিক বেলাল হোছাইন (পাক্ষিক মেহেদী’র বার্তা সম্পাদক) কে উপদেষ্টা ঘোষণা করা হয়। এতে দৈনিক নিউজের সাতকানিয়া প্রতিনিধি বিপ্লব বিশ্বাসকে সভাপতি এবং অপরাধ সংবাদ ও দৈনিক দেশেরপত্রের প্রতিনিধি শংকর কান্তি দাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে উপস্থিত ছিলেন দৈনিক অপরাধ সংবাদ ডটকম এর সম্পাদক, বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়নের চেয়ারম্যান ও ময়মনসিংহ সদর প্রেসক্লাস এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. খায়রুল আলম রফিক। এছাড়াও কেন্দ্রীয় কমিটি, চট্টগ্রাম বিভাগীয় ও মহানগর কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উক্ত কমিটিতে দৈনিক মুক্তবাণী’র সাতকানিয়া প্রতিনিধি জসিম উদ্দীনকে সহ-সভাপতি, দৈনিক নিউজের সাধন চন্দ্র সুশীলকে সহ-সম্পাদক, লোহাগাড়া ডটকম এর সাংবাদিক এহেছানুল করিমকে সাংগঠিক সম্পাদক, দৈনিক বাঁকখালী’র প্রতিনিধি ওয়াহিদুজ্জামানকে সহ-সাংগঠিক সম্পাদক, মোহনা টেলিভিশনের প্রতিনিধি মো. মোজাম্মেল হককে অর্থ-সম্পাদক ও দৈনিক দেশেরপত্রের ফটো সাংবাদিক শহিদুল ইসলাম, মো. তারেক আলী, মো. আবু তৈয়ব, মো. আবদুর রাজ্জাককে সদস্য নির্বাচিত করা হয়। এ সময় বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়নের চেয়ারম্যান দেশের সকল সাংবাদিকদের আত্মনিরাপত্তার জন্য এবং নিজেদেরকে নির্ভীক সৈনিক হিসেবে গড়ে তুলতে এই অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়নের পতাকা তলে আসার আহ্বান জানান।
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য7 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়7 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়8 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস