খেলাধুলা
বাংলাদেশ ২০২২ বিশ্বকাপে খেলবে এটা পাগলের প্রলাপ’
স্পোর্টস ডেস্ক:
২০২২ সালের বিশ্বকাপে বাংলাদেশ খেলবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বলেছেন, ২০২২ সালের বিশ্বকাপে বাংলাদেশ খেলবে এটা পাগলের প্রলাপ। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ আয়োজিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অব্যবস্থাপনা, ব্যর্থতা ও আর্থিক অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আমিনুল বলেন, “স্বপ্ন দেখা ভালো, কিন্তু সে স্বপ্নের সঙ্গে বাস্তবতার মিল থাকতে হবে। এই জন্য বাফুফে’র সঠিক পরিকল্পনা এবং যথাযথ উদ্যোগই পারে বাংলাদেশের ফুটবলকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে।” সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ক্রীড়া উন্নয়ন পরিষদের সাধারণ স¤পাদক মোস্তাক রহমান, সাবেক ফুটবলার ফয়সাল হামিদ, মিন্টু, জন ও ক্রীড়া উন্নয়ন পরিষদের কর্মকর্তারা। লিখিত বক্তব্যে পাঠ করেন বাংলাদেশে ক্রীড়া উন্নয়ন পরিষদের সহসভাপতি আব্দুস সালাম। আব্দুস সালাম বলেন, “ফুটবল ফেডারেশনের বিগত নির্বাচনে যথাযথ নিয়ম কানুন অনুসরণ করা হয়নি। এর ফলে যোগ্য ক্রীড়া সংগঠকরা নির্বাচিত হতে পারেননি। যার প্রমাণ ফুটবলের বর্তমান চিত্র থেকে উঠে আসে।” বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অব্যবস্থাপনা ও ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার কারণে জনপ্রিয় খেলা ফুটবল তার জনপ্রিয়তা হারিয়ে ধ্বংস হতে চলছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরো বলেন, বিগত দিনগুলোতে জাতীয় পর্যায়ে সব ধরনের ফুটবল অনুষ্ঠিত হলেও বর্তমান ফেডারেশনের সময় সব ধরনের ফুটবল বন্ধ হয়ে গেছে। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদেশি কোচ স¤পর্কে তিনি বলেন, “এতো পরিমাণ টাকা খরচ করে বিদেশি কোচ বাংলাদেশে না এনে সঠিক পরিকল্পনার মাধ্যমে দেশে যে পরিমাণ উচ্চ শিক্ষিত প্রশিক্ষক আছেন তাদেরকে দায়িত্ব দিলে বর্তমান অবস্থা থেকে ফুটবল খেলাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।”
খেলাধুলা
অন্তিম নিদ্রায় শায়িত ফুটবল সম্রাট পেলে
Highlights
২০০ টাকায় দেখা যাবে বিপিএল, টিকিট পাওয়া যাবে বুধবার থেকে
Highlights
ফুটবলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় পেলে আর নেই
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য7 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়7 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়8 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস