Connecting You with the Truth

বাংলামোটরে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

road accident

 

 

 

 

 

 

স্টাফ রিপোর্টার:
রাজধানীর বাংলামোটরে বাসের ধাক্কায় অটোরিকশা আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। নিহত আমেনা বেগম (৫৫) গাজীপুরের কালিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম মতিউর রহমান। রমনা থানার এসআই মনিরুজ্জামান জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ওই দুর্ঘটনায় নিহতের এক মেয়েজামাইও আহত হয়েছেন। আহত ইকবাল হোসেন (৩০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ইকবালকে উদ্ধৃত করে এসআই মনিরুজ্জামান জানান, ইকবাল তার শাশুড়িকে নিয়ে অটোরিকশায় করে ক্যান্টনমেন্ট এলাকার একটি হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যাচ্ছিলেন। পথে শিখর পরিবহনের একটি বাস তাদের অটোরিকশাকে ধাক্কা দিলে আমেনা ও ইকবাল আহত হন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আমেনাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাস চালককে আটক করা হয়েছে বলে এসআই মনিরুজ্জামান জানান।

Leave A Reply

Your email address will not be published.