বাঘায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
বাঘা প্রতিনিধি, রাজশাহী:
বাঘায় মোটর সাইকেলের ধাক্কায় মসলেম নামের ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তিনি বাঘা উপজেলার তেতুলিয়া (কামার পাড়া) গ্রামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান জানান, বুধবার গ্রামের মসজিদে আসরের নামাজ পড়ে বাড়িতে ফেরার পথে রাস্তা দিয়ে চলমান একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি রাস্তার পাশে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তৎক্ষণাৎ তাকে বাঘা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।