বাছাই পর্বে ব্যর্থ প্রমিলা শুটাররা
স্পোর্টস ডেস্ক:
সোমবার সকালে ১০ মিটার এয়ার রাইফেলের বাছাই পর্ব থেকেই বিদায় নিয়েছেন শারমিন-সাদিয়া-রতœারা। হার আর বিদায় ছাড়া খেলার মতো কিছুই পাওয়া যাচ্ছে না ইনচনে। ৩ জন শুটারের মধ্যে সবচেয়ে ভালো স্কোর করেছেন শারমিন আক্তার। ৪০৯.২ স্কোর করে ৩১তম হয়েছেন তিনি। ৪০৮.৮ স্কোর করে সৈয়দা সাদিয়া সুলতানা ৩৪তম স্থান অধিকার করেছেন। সবচেয়ে খারাপ স্কোর করেছেন এসএ গেমসে স্বর্ণ জয়ী শুটার শারমিন আক্তার রতœা। ৪০৭ স্কোর করে ৩৭তম স্থান অধিকার করেছেন তিনি। মঙ্গলবার ১০ মিটার এয়ার রাইফেলে ছেলেদের ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশের ৩ শুটার আবদুল্লাহ হেল বাকী, মাহমুদুল হাসান ও জসিমুজ্জামান। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন অলিম্পিক ও কমনওয়েলথ স্বর্ণ জয়ী শুটার অভিনব বিদ্রাও।