Connecting You with the Truth

বাজেট মন্তব্যে সাবধান শাহরুখ

07_srkবিনোদন ডেস্ক:
‘বাজেট নিয়ে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না’- এ কথা যিনি বলছেন তিনি শুধু বলিউডের রোমান্সের রাজা নন, একজন সফল ব্যবসায়ীও বটে। অথচ বাজেট নিয়ে সরাসরি নিজের প্রত্যাশার কথা তেমন খোলসা করে জানাতে চাইলেন না শাহরুখ খান। বহুদিন থেকেই শাহরুখ আর শুধু অভিনেতা নন, রেড চিলিজ ও কেকেআর ফ্র্যাঞ্চাইজির মালিক হওয়ার সুবাদে তিনি দেশের একজন দারুণ সফল ব্যবসায়ীও বটে। তাই আসন্ন বাজেট নিয়ে শাহরুথ খান কী ভাবছেন, তা অনেকেরই কৌতূহলের বিষয়। তা আঁচ করেই সম্প্রতি বলিউড বাদশা জানালেন, বাজেটের প্রতি তার মর্যাদা আছে ঠিকই, তবে একজন অভিনেতাকে বাজেট নিয়ে জিজ্ঞাসা করা হলে ব্যাপারটা খুব অস্বস্তিকর হয়। তাই আগেভাগেই তাকে বাজেট নিয়ে কিছু জিজ্ঞেস করতে বারণ করলেন তিনি। আগামী ২৮ ফেব্র“য়ারি নতুন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তার আগে শাহরুখের এই বাজেট নিয়ে নিরুৎসাহ বেশ অর্থপূর্ণ। অবশ্য দেশের অর্থনীতির নিরিখে বাজেটকে পূর্ণ সম্মানও জানালেন তিনি। তবে অভিনেতা হয়ে বাজেট নিয়ে কিছু মন্তব্যে নারাজ হয়ে, নিজের ব্যবসায়ী সত্তাটাকেই সম্ভবত আড়াল করলেন বাদশা। তবে বাজেট বিষয়ে একেবারে উদাসীন যে তিনি নন, তা জানিয়ে দিলেন তার প্রত্যাশা জানিয়ে। অবশ্য তা সিনেমা সংক্রান্তই। তার আশা, বাজেটে এমন কিছু থাকবে যাতে ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নতি হয়। তা ছাড়া এই বাজেট যাতে সাধারণ মানুষকে ব্যবসার জগতে টেনে আনতে পারে এমনটাও প্রত্যাশা তার। সেন্সরশিপ বিতর্ক নিয়েও এদিন মুখ খোলেন তিনি। জানান, এমন কিছু করা উচিত নয়, যাতে শিল্পীদের সৃষ্টিশীলতায় ক্ষতি হয়।

Comments
Loading...