বাধ্যতামূলক অবসরে যুগ্ম জেলা জজ সালাউদ্দিন আকরাম
স্টাফ রিপোর্টার:
বাধ্যতামূলক অবসরে পাঠানো হল চুয়াডাংগার সাবেক যুগ্ম জেলা জজ সালাউদ্দিন মোঃ আকরামকে। আইন ও বিচার বিভাগে সংযুক্ত এই কর্মকর্তা বর্তমানে লালমনিরহাটের যুগ্ম জেলা জজ পদে বদলীর আদেশাধীন। গতকাল দুপুরে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। আইন ও বিচার বিভাগের সচিব (দায়িত্বপ্রাপ্ত) স্বাক্ষরিত গত ২১ আগস্টের এক আদেশে তাকে অবসর পাঠানো হয়। যুগ্ম জেলা জজ সালাউদ্দিন মোঃ আকরামের বিরুদ্ধে ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালার ৪(৩)(বি) বিধি মোতাবেক অসদাচরনের অভিযোগে এ শাস্তি প্রদান করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। এদিকে, আইন মন্ত্রণালয়ের অপর এক বিজ্ঞপ্তিতে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মুনির কামালকে শরীয়তপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে নিয়োগ করা হয়েছে।