বান্দরবানে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান
বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে জেলা বিএনপির আন্তঃকোন্দল এবং রাজ পরিবারের দুই সদস্য সাচিং প্রু জেরী ও ম্যা মা চিংয়ের মধ্যে দ্বন্দ্বের কারণে বিএনপির পাঁচ শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শনিবার রাতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর উশৈসিং এমপির বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাচ প্রু (সাবু) আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন। এ সময় তার নেতৃত্বে সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সুনীতি জীবন মিন্টু, সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি ও ইউপি সদস্য মংনুচিং, সংরক্ষিত মহিলা সদস্য অনুচি ও শৈ ক্রাচিংসহ পাঁচ শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী মো. মজিবর রহমান, জেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাস, আওয়ামী লীগ নেতা একেএম জাহাঙ্গীর, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরী রাশেদ, সাধারণ সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয় প্রমুখ। সদ্য যোগদানকারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাচ প্রু (সাবু) জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ভালোবেসে, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েই আমরা আওয়ামী লীগে যোগ দিয়েছি, কারো প্ররোচনায় নয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর উশৈসিং এমপির হাতকে তথা আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এ বিষয়ে বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মো. মজিবর রহমান জানান, আদর্শের রাজনীতির বিজয় হবেই। যে রাজনীতিতে আদর্শ নেই সে রাজনীতি দেশের মানুষ ত্যাগ করতে শুরু করেছে। বিভিন্ন দল থেকে আওয়ামী লীগে যারা যোগদান করেছেন তাদেরকে কেউ প্ররোচিত করেননি। এদিকে, গত ৫ সেপ্টেম্বর বিএনপির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত বান্দরবানের লামা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু মুছার নেতৃত্বে কয়েকশ’ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। তাদের মধ্যে ৭ জন ইউনিয়ন পরিষদের সদস্য রয়েছেন।